Solution
Correct Answer: Option B
ক্রিয়া সম্পাদনের কাল বা সময়, আঁধার বা স্থান এবং বিষয়কে অধিকরণ কারক বলে।
ক্রিয়াকে ‘কোথায়/কখন/কিসে’ দিয়ে প্রশ্ন করলে এর উত্তরে অধিকরণ কারক পাওয়া যায়।
এখানে ‘কোথায়’ এর উত্তরে কানন অর্থাৎ স্থানের নামটি পাওয়া যায় বলে এটি অধিকরণ কারক। শব্দটিতে ‘এ’ যুক্ত থাকায় সপ্তমী বিভক্তি।