'Courage' শব্দটিতে ৭টি অক্ষর যার মধ্যে চারটি স্বরবর্ণ (o, u, a, e) আছে। মনেকরি, এদের যে কোন একটি স্বরবর্ণ (o) কে প্রথম স্থানে রাখা হল। তাহলে বাকি ৬টি অক্ষর দ্বারা অবশিষ্ট স্থানগুলো ৬! উপায়ে পুরুন করা যায়।
সুতরাং, O কে প্রথম রেখে বিন্যাস সংখা ৬! = ৬ × ৫ × ৪ × ৩ × ২ × ১ =৭২০
সুতরাং, নির্ণেয় বিন্যাস সংখ্যা হবে = ৪ × ৭২০ = ২৮৮০