বাংলা ভাষা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি ?
A রামায়ণ
B মহাভারত
C শ্রীকৃষ্ণ কীর্তন
D চর্যাপদ
Solution
Correct Answer: Option D
ড হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার থেকে চর্যাপদ আবিষ্কার করেন। তারই সম্পাদনায় ১৯১৬ সালে 'বঙ্গীয় সাহিত্য পরিষদ ' থেকে চর্যাপদ গ্রন্থাকারে প্রকাশিত হয়।