Which of the following consists of one of more filaments of glass fiber wrapped in protective layers that carries date by means of pulse of light ?
Solution
Correct Answer: Option C
একধরনের স্বচ্ছ বা পাতলা কাচ বা প্লাস্টিকের তৈরি তন্তু, যা কয়েকটি স্তর দ্বারা তৈরি নলের ভেতর দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আলোক রশ্মি পরিবহনে সক্ষম, তাকে অপ্টিক্যাল ফাইবার ( optical fiber ) বলে । বরতমানে টেলিযোগাযোগ, কম্পিউটার নেটওয়ার্কিং, ইন্টারনেট সংযোগ প্রভৃতি কাজে অপ্টিক্যাল ফাইবার ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে ।