একটি শ্রেনীতে যতজন ছাত্র আছে প্রত্যেককে ৩৩ টাকা প্রদান করলে মোট ৬৫৬১ টাকা হয়। ছাত্র সংখ্যা কত?

A ৭৫

B ৯১

C ৯২

D ৮১

Solution

Correct Answer: Option D

ধরি, ছাত্র সংখ্যা x জন,
১ জন ছাত্র দেয় = x টাকা
সুতরাং, x জন ছাত্র দেয় = (x × x) =  x2 টাকা
শর্তমতে,

x2 = ৬৫৬১
x = ৮১
∴ শ্রেনীতে মোট ছাত্র ৮১ জন ছাত্র ছিল।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions