Solution
Correct Answer: Option A
গাজী মিয়া - মীর মোশাররফ হোসেন
বীরবল - প্রমথ চৌধুরী
যাযাবর - বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়
বনফুল - বলাইচাঁদ মুখোপাধ্যায়।
মীর মোশাররফ হোসেন রচিত অন্যান্য উপন্যাস হলোঃ
- ‘রত্নবতী' (১৮৬৯),
- 'উদাসীন পথিকের মনের কথা' (১৮৯০),
- ‘রাজিয়া খাতুন' (১৮৯৯)।
মীর মশাররফ হোসেন রচিত আত্মজীবনী:
- গাজী মিয়াঁর বস্তানী,
- আমার জীবনী,
- কুলসুম জীবনী।