দিকদর্শনের মোট কয়টি সংখ্যা প্রকাশিত হয়েছিল?

A ১৯টি

B ২২টি

C ২৫টি

D ২৬টি

Solution

Correct Answer: Option D

- বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র দিকদর্শন ১৮১৮ সালে প্রকাশিত হয়।
- সম্পাদক>জন ক্লার্ক মার্শম্যান।
- দিকদর্শনের মোট ২৬টি সংখ্যা প্রকাশিত হয়। ১৮২১ সালের পরে এটি বন্ধ হয়ে যায়।
- দিকদর্শন প্রকাশিত হওয়ার একমাস পর (২৩ মে, ১৮১৮) জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় প্রকাশিত হয় সমাচার দর্পণ সাময়িকী। 

- বঙ্গদর্শন ১৮৭২ সালে প্রকাশিত ,সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
- তত্ত্ববোধিনী ১৮৪৩ সালে প্রকাশিত , সম্পাদক অক্ষয়কুমার দত্ত ।
- সংবাদ প্রভাকর ১৮৩১ সালে প্রকাশিত , সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions