Solution
Correct Answer: Option C
⇒ যে স্নায়ুগুলো সরাসরি মস্তিষ্ক (Brain) থেকে উৎপন্ন হয়ে করোটিকা বা খুলির ছিদ্র দিয়ে বের হয়ে দেহের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়ে, তাদের করোটিক স্নায়ু (Cranial Nerves) বলে।
⇒ মানুষের দেহে এই করোটিক স্নায়ুর সংখ্যা ১২ জোড়া।
⇒ এই স্নায়ুগুলো আমাদের চোখ, কান, নাক, জিহ্বা এবং মুখের পেশীগুলোর অনুভূতি ও নড়াচড়া নিয়ন্ত্রণ করে।
⇒ অন্যদিকে, মেরুরজ্জু থেকে উৎপন্ন 'সুষুষ্মা স্নায়ু'র (Spinal Nerves) সংখ্যা ৩১ জোড়া।