বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন কয়টি?

A ৭টি

B ৮টি

C ৯টি

D ১২টি

Solution

Correct Answer: Option D

- বাংলা ভাষায় প্রচলিত যতি বা ছেদ চিহ্নের সংখ্যা ১২টি
- যতি বা ছেদ চিহ্নের প্রবর্তক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ১৮৪৭ সালে প্রকাশিত ‘বেতাল পঞ্চবিংশতি’ গ্রন্থে তিনি সর্বপ্রথম যতিচিহ্নের সার্থক প্রয়োগ করেন।
- যতি বা ছেদ চিন্হ বাংলা ব্যাকরণের বাক্যতত্ত্বে আলোচনা করা হয়।
- বাক্যের শেষে ব্যবহৃত হয় এমন বিরাম চিহ্নের সংখ্যা ৪টি (দাঁড়ি, জিজ্ঞাসাসূচক, বিস্ময়সূচক ও ত্রিবিন্দু)।
- বাংলা একাডেমির আধুনিক প্রমিত বাংলা ব্যাকরণ অনুসারে যতি বা ছেদ চিহ্ন বর্তমানে ১৬টি ধরা হয়, তবে প্রচলিত ও বহুল ব্যবহৃত হিসেবে ১২টিকেই মূল ধরা হয়।

যতিচিহ্নের বিরতিকাল অনুযায়ী শ্রেণীবিভাগ:
- এক সেকেন্ড থামতে হয়: ৬টি চিহ্নে (দাঁড়ি, প্রশ্নবোধক, বিস্ময় চিহ্ন, কোলন, ড্যাশ ও কোলনড্যাশ)।
- এক বলার দ্বিগুণ সময় থামতে হয়: ১টি চিহ্নে (সেমিকোলন)।
- এক বলতে যে সময় লাগে: ২টি চিহ্নে (কমা ও উদ্ধরণ চিহ্ন)।
- থামার প্রয়োজন নেই: ৩টি চিহ্নে (হাইফেন, ইলেক বা লোপ চিহ্ন ও বন্ধনী চিহ্ন)।

উল্লেখযোগ্য যতিচিহ্নের অপর নামগুলো হলো:
- দাঁড়ি: পূর্ণচ্ছেদ
- কমা: পাদচ্ছেদ
- সেমিকোলন: অর্ধচ্ছেদ
- হাইফেন: সংযোগ চিহ্ন
- ইলেক: বিলোপ বা লোপ চিহ্ন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions