ভারত সরকার কর্তৃক "সি আই ই" উপাধি লাভ করেন কে?

A হরপ্রসাদ শাস্ত্রী

B রামনিধি গুপ্ত

C ঈশ্বরচন্দ্র গুপ্ত

D সমর সেন

Solution

Correct Answer: Option A

- ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার হতে চর্যাপদ উদ্ধার করেন৷
- ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২৮ সালে হরপ্রসাদ শাস্ত্রীকে "ডি-লিট" উপাধি দেয়। 
- ১৮৯৮ সালে সরকার কর্তৃক "মহামহোপাধ্যায়" উপাধি লাভ করেন।
- ১৯১১ সালে ভারত সরকার তাঁকে "সি আই ই" উপাধি দেয়। 
- ১৯৩০ সালের ১৭ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions