'শিক্ষায় মাতৃভাষাই মাতৃদুগ্ধ।' - উদ্ধৃতিটি কার?
Solution
Correct Answer: Option B
✔ মাতৃভাষা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উদ্ধৃতি 'শিক্ষায় মাতৃভাষাই মাতৃদুগ্ধ।'
✔ মাতৃভাষা প্রসঙ্গে সতেরো শতেকের কবি আবদুল হাকিমের বিখ্যাত পঙক্তি - 'যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি।'
✔ মুনীর চৌধুরী- ‘ষোল নয়, আমার মাতৃভাষার ষোলশত রূপ’