"যাহা লোকে প্রায় ভুলিয়া গিয়াছে" বাক্যটির সংকোচিত রূপ কোনটি?
A স্মৃতিময়
B স্মৃতিভ্রষ্ট
C স্মরণীয়
D বিস্মৃতপ্রায়
Solution
Correct Answer: Option D
- স্মৃতিময়: যে স্মৃতির সাথে জড়িত বা স্মৃতিতে ভরপুর।
- বিস্মৃতপ্রায়: যাহা লোকে প্রায় ভুলিয়া গিয়াছে।
- স্মৃতিভ্রষ্ট: যে স্মৃতি ভুলে গিয়েছে ।
- স্মরণীয়: যে কিছু মনে রাখার মতো।