"জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো" - এই পংক্তিটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া?
A বসন্ত
B চৈতালি
C গীতাঞ্জলি
D সোনার তরী
Solution
Correct Answer: Option C
- পংক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'গীতাঞ্জলী' কাব্যগ্রন্থের 'জীবন যখন শুকায়ে যায়' নামক কবিতা থেকে নেওয়া।
- রবীন্দ্রনাথ ঠাকুর রজনীকান্ত সেনের মৃত্যুর কিছুদিন আগে তাঁকে দেখতে গিয়েছিলেন এবং তাঁর অকাল মৃত্যুতে ব্যথিত হয়ে এই কবিতাটি রচনা করেন।