মুক্তিযুদ্ধভিত্তিক নাটক নয় কোনটি?

A ফেরারী সূর্য

B পায়ের আওয়াজ পাওয়া যায়

C নরকে লাল গোলাপ

D বর্ণচোরা

Solution

Correct Answer: Option A

- পায়ের আওয়াজ পাওয়া যায় - সৈয়দ শামসুল হক,
- নরকে লাল গোলাপ- আলাউদ্দিন আল আজাদ,
- বর্ণচোরা- মমতাজউদ্দীন আহমেদ। এই তিনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক।

- অন্যদিকে, 'ফেরারী সূর্য' একটি উপন্যাস। এর রচয়িতা রাবেয়া খাতুন। তিনি পেশায় শিক্ষক ও সাংবাদিক।
- তার অন্যান্য উপন্যাস :বায়ান্ন গলির এক গলি, অনন্ত অন্বেষা, মধুমতি, সাহেব বাজার।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions