HIV ভাইরাস মানবদেহের রক্তের কোন উপাদানকে আক্রমন করে ?

A লোহিত রক্তকণিকা

B শ্বেত রক্তকণিকা

C অনুচক্রিতা

D রক্তরস

Solution

Correct Answer: Option B

এইডস রোগে আক্রান্ত ব্যক্তির রক্তের শ্বেতকনিকা ধ্বংস হয়। ফলে দেহের রােগ প্রতিরােধ ক্ষমতা লােপ পায়। এইচআইভি সংক্রমণের সর্বশেষ পর্যায়ে হলাে এইডস। মানব দেহে এইচআইভি ভাইরাস প্রবেশ করার ৬ মাস থেকে ১০ বছরের মধ্যে শরীরে এইডসের লক্ষণ প্রকাশ পায়। এইডস রােগের কোন নির্দিষ্ট লক্ষণ নেই।

- শ্বেত রক্তকণিকার অন্যতম প্রধান কণিকা হচ্ছে লিম্ফোসাইট।
- শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইটঃ এর গড় আয়ু ১-১৫ দিন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions