Solution
Correct Answer: Option A
অশ্মমণ্ডলের উপরিভাগে অবস্থিত শিলার যে কঠিন বহিরাবরণ দেখা দেয় তাকে ভূ-ত্বক বলে। ভূত-ত্বক গঠনকারী উপাদানগুলো অক্সিজেন (৪২.৭%), সিলিকন (২৭.৭%), অ্যালুমিনিয়াম (৮.১%), লৌহ (৫.১%), ক্যালসিয়াম (৩.৭%), সোডিয়াম (২.৮%) ইত্যাদি।