তাপ প্রয়োগে কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হওয়াকে কি বলা হয়?
A ফুটন
B গলন
C উর্ধ্বপাতন
D বাষ্পীয়
Solution
Correct Answer: Option B
তাপ প্রয়োগে কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হওয়াকে গলন বলে।কোনো কঠিন পদার্থকে তাপ দিলে প্রথমে তার উষ্ণতা বাড়তে থাকে।একটি নির্দিষ্ট উষ্ণতায় গলতে শুরু করে। এ নির্দিষ্ট উষ্ণতাকে গলনাঙ্ক বলে।