স্বাভাবিক বায়ুমন্ডলীয় চাপে পানির স্ফুটনাঙ্ক কত ? 

A ৪০ ডিগ্রি সেলসিয়াস

B ৬০ডিগ্রি সেলসিয়াস

C ১০০ ডিগ্রি সেলসিয়াস

D ২০০ ডিগ্রি সেলসিয়াস

Solution

Correct Answer: Option C

- একটি নির্দিষ্ট উষ্ণতায় তরল পদার্থ ফুটতে শুরু করে এবং বাষ্পে পরিনত হতে থাকে।যতক্ষন পর্যন্ত সম্পূর্ন তরল বাষ্পে পরিনত না হয় ততক্ষন ঐ উষ্ণতা স্থির থাকে।ঐ নির্দিষ্ট উষ্ণতাকে তরল পদার্থের স্ফুটনাঙ্ক বলে।
- যে তাপমাত্রায় বরফ গলে তা বরফের গলনাংক। বরফের গলনাংক 0°C।
- যে তাপমাত্রায় পানি ফুটতে থাকে তা পানির স্ফুটনাংক। পানির স্ফুটনাংক 100°C। 
- বিশুদ্ধ পানি স্বাদহীন, বর্ণ হীন ও গন্ধহীন। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions