দিকের বিবেচনায় বস্তু জগতের সকল রাশিকে কয় ভাগে ভাগ করা যায়?

A

B

C

D

Solution

Correct Answer: Option A

দিকের বিবেচনায় বস্তু জগতের সকল রাশিকে দুই ভাগে ভাগ করা যায়।যথা-
১।স্কেলার রাশি-যে সকল ভৌত রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ন ভাবে প্রকাশ করা যায় দিক নির্দেশের প্রয়োজন পড়ে না তাকে,স্কেলার রাশি বলে।
২।ভেক্টর রাশি-যে সকল ভৌত রাশিকে প্রকাশ করতে মান ও দিক উভয় এর ই প্রয়োজন পড়ে তাকে ভেক্টর রাশি বলে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions