আপেক্ষিক গুরুত্বের পরিমাপে ব্যবহার করা হয় কি দিয়ে?
A হাইড্রোমিটার
B মাইক্রোমিটার
C হাইগ্রোমিটার
D ম্যানোমিটার
Solution
Correct Answer: Option A
হাইড্রোমিটার হচ্ছে তরল পদার্থের আপেক্ষিক ঘনত্ব বা Relative Density পরিমাপের একটি যন্ত্র। যেহেতু এটা "আপেক্ষিক" ঘনত্ব পরিমাপ করে তার মানে হলো এটি কোন একটি তরল পদার্থের স্বাপেক্ষে অন্য কোন তরল পদার্থ কতটা/কত গুণ ঘন সেটা পরিমাপ করে।