কোনো বস্তুতে আধানের অস্তিত্ব নির্নয়ের যন্ত্র হলো-
A অ্যামিটার
B অনুবীক্ষন যন্ত্র
C ভোল্টমিটার
D তড়িৎবীক্ষন যন্ত্র
Solution
Correct Answer: Option D
-যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুতে আধানের অস্তিত্ব ও প্রকৃতি নির্ণয় করা যায় তাকে তড়িৎবীক্ষণ যন্ত্র বলে।
-এই যন্ত্রে একটি পিতল বা অন্য কোন ধাতব দণ্ড R এর উপর একটি ধাতব চাকতি বা গোলক যুক্ত থাকে।
-দন্ডটির নিচের দিকে দুটি সোনার/ অ্যালুমিনিয়াম বা অন্য কোন ধাতব পদার্থের পাতলা পাতযুক্ত করা হয়।