Solution
Correct Answer: Option A
ওমের সূত্র: স্থির তাপমাত্রায় কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক । এবং রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক ।
ব্যাখ্যা: কোন পরিবাহীর মধ্যদিয়ে যদি I amp কারেন্ট প্রবাহিত হয় , উক্ত পরিবাহীর দুপ্রান্তের বিভব পার্থক্য (ভোল্টেজ) V volts হলে এবং রেজিস্ট্যান্স R ohm হলে ওহমের সূত্রানুসারে, I=V/R অর্থ্যাৎ V=IR