Solution
Correct Answer: Option D
যে সকল উদ্ভিদের ফলে একটিমাত্র বীজপত্র থাকে তাদের একবীজপত্রী উদ্ভিদ বলে। যেমন: ধান, গম, তাল, সুপারি ইত্যাদি। আম, জাম, লিচু, শাল, সেগুন, মেহেগনি, গর্জন, কাঁঠাল ইত্যাদি দ্বিবীজপত্রী উদ্ভিদ। পৃথিবীতে দ্বিবীজপত্রী উদ্ভিদের সংখ্যাই বেশি।