গঙ্গার পানি বন্টন নিয়ে বাংলাদেশ-ভারত চুক্তি হয় কোন সালে ?
A ১৯৭৭
B ১৯৭৫
C ১৯৭৩
D ১৯৯৬
Solution
Correct Answer: Option A
১৯৭৫ সালে ভারত সরকার ফারাক্কা বাধ দিয়ে গঙ্গার পানির গতিপথ পরিবর্তন করে.১৯৭৭ সালে গঙ্গার পানি বন্টন নিয়ে বাংলাদেশ-ভারত চুক্তি হয়।পরবর্তিতে পানির ন্যায্য হিস্যা পাওয়ার জন্য ১৯৯৬ সালে আরেকটি চুক্তি হয়।(নবম-দশম শ্রেনীর সাধারন বিজ্ঞান বই এর ২য় অধ্যায় ৫৩ পৃষ্ঠা)