একটি সৈন্যদলকে ১২, ১৫, ১৮ এবং ২০ সারিতে সাজানো যায়। আবার তাদের বর্গাকারে সাজানো যায়। ঐ দলে কমপক্ষে কতজন সৈন্য ছিল?

A ৯০০

B ৪০০

C ১৬০০

D ২৫০০

Solution

Correct Answer: Option A

এইসব ক্ষেত্রে আমাদেরকে ১২, ১৫, ১৮, ২০ এর লসাগু বের করতে হবে।
12=2×2×3;
15=3×5;
18=2×3×3;
20=2×2×5;


সুতরাং, লসাগু =  2×2×3×5×3
যেহুতু সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাই, তাই লসাগু অবশ্যই বর্গাকার হতে হবে। 
এটাকে বর্গাকার করতে এটিক ৫ দ্বারা গুন করতে হবে।
2×2×3×3×5×5
= 900

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions