সর্বপ্রথম কত সালে কোষ আবিষ্কার ও নামকরণ হয় ?
Solution
Correct Answer: Option B
১৬৬৫ সালে রবার্ট হুক (Robert Hooke) গভীরভাবে দেখতে পেলেন এক টুকরো কাঠকে। এর আগে কখনো তিনি এইভাবে দেখেননি। কাঠটি দেখতে খুব শক্ত বা নিরেট অথচ পানিতে ভাসে, এর কারন কি?
তিনি কাঠটিকে একটি পাতলা সেকশন করে কাটলেন এবং তার নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করলেন।
তিনি দেখতে পেলেন মৌমাছির চাকের ন্যায় অসংখ্যা ছোট ছোট কুঠুরি বা প্রকোষ্ঠ। তাই তিনি এটিকে নাম দেন cell বা প্রকোষ্ঠ। ল্যাটিন cellula শব্দের অর্থ ক্ষুদ্র প্রকোষ্ঠ। তিনি তার পর্যবেক্ষন Micrographia গ্রন্থে প্রকাশ করেন। রবার্ট হুক মূলত একটি মৃত্যু কোষ দেখেছিলেন।
পরবর্তীতে ১৬৭৮ সালে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক (Antony Van Leeunwenhoek) জীবিত কোষ পর্যবেক্ষন করেন।
এখানে যেহেতু রবার্ট হুক সর্বপ্রথম কোষ পর্যবেক্ষন করেন তাই তাকে কোষ এর আবিষ্কারক বলা হয়।