কোনটি ভূকম্পন পরিমাপের যন্ত্র?
A হাইড্রোফোন
B আইসোফোন
C ডিকটোফোন
D সিসমোগ্রাফ
Solution
Correct Answer: Option D
প্রাকৃতিক কারণে ভূপৃষ্ঠের উপরিভাগ যদি আকস্মিক এবং ক্ষণস্থায়ী ভিত্তিতে প্রবলভাবে আলোড়িত বা আন্দোলিত হয় তাকে ভূমিকম্প বলে। ভূ-কম্পন মাপার যন্ত্র হচ্ছে সিসমোগ্রাফ এবং ভূমিকম্পের মাত্রা নির্ণায়ক যন্ত্রের নাম রিখটার স্কেল।