বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
A কেওক্রাডং
B লুসাই
C আরাকান
D কোনোটিই নয়
Solution
Correct Answer: Option D
-বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ‘তাজিংডং’।
-এর অপর নাম বিজয়।
-তাজিংডং বান্দরবানের রুমায় অবস্থিত।
-এই পর্বতের উচ্চতা ১২৩১ মিটার বা ৪০৩৯ ফুট।
-কেওক্রাডং এর উচ্চতা ১২৩০ মিটার বা ৪০৩৫ ফুট।