A বৃহস্পতি,শনি,বুধ,শুক্র
B শনি,মঙ্গল,বৃহস্পতি,ইউরেনাস
C বৃহস্পতি,ইউরেনাস,শনি,নেপচুন
D মঙ্গল,ইউরেনাস,শনি,নেপচুন
E
Solution
Correct Answer: Option C
চারটি বহিঃস্থ গ্রহ হল দানব গ্রহ। কারণ, বস্তুগত দিক থেকে এগুলি শিলাময় গ্রহগুলির তুলনায় অনেক বেশি ভরযুক্ত। এগুলির মধ্যে বৃহত্তম গ্রহ দু'টি হল বৃহস্পতি ও শনি। মূলত হাইড্রোজেন ও হিলিয়াম দ্বারা গঠিত বলে এগুলি গ্যাস দানব নামে পরিচিত।