যে বিশাল জলরাশিতে ভূত্বকের নিচের অংশ গুলো পরিপূর্ণ রয়েছে তাকে বলা হয় বারিমন্ডল।পৃথিবীর মোট জলরাশির ৯৭ ভাগ পানি রয়েছে সমুদ্রে, সাগর, মহাসাগর, হ্রদ, নদী, জলাশয় ইত্যাদি জলভাগ/বারিমন্ডল গড়ে তুলেছে।
বারিমন্ডলের জলের পরিমাণ ভিত্তিক বন্টন নিম্নরুপ-
• সমুদ্র (৯৭.২৫%),
• হিমবাহ (২.০৫%),
• ভূগর্ভস্থ পানি (০.৬৮%),
• হৃদ (০.০১%),
• মাটির আর্দ্রতা (০.০০৫%),
• বায়ুমণ্ডল (০.০০১%),
• নদী(০.০০০১%),
• জীবমন্ডল (০.০০০০৪%)।