গর্ভকালীন সময়ে দ্বিতীয়বার কত সপ্তাহে পরিচর্যা গ্রহন করা উচিত?

A ১৬ সপ্তাহ

B ২৪-২৮ সপ্তাহ

C ৩২ সপ্তাহ

D ৩৬ সপ্তাহ

Solution

Correct Answer: Option B

বিশ্বস্বাস্থ্য সংস্থা এর মতে,গর্ভকালীন সময়ে প্রত্যেক মায়ের কমপক্ষে ৪ বার প্রসূতিকালীন পরিচর্যা গ্রহন করা উচিৎ। যথা-প্রথমবার গর্ভধারনের ১৬ সপ্তাহে ,দ্বিতীয়বার ২৪-২৮ সপ্তাহের মধ্যে ,তৃতীয়বার ৩২ সপ্তাহে এবং চতুর্থবার ৩৬ সপ্তাহে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions