মুখে খাওয়ার উপযোগি ওরাল পোলিও ভ্যাক্সিন কে আবিষ্কার করেন?
A আলবার্ট সাবিল
B জোনাস সক
C এডওয়ার্ড অ্যান্থলি
D লুইপাস্তর
Solution
Correct Answer: Option A
পোলিও এক ধরনের ভাইরাসজনীত রোগ।
১৯৫৪ সালে মার্কিন বিজ্ঞানি জোনাস সক পোলিও রোগের টিকা আবিষ্কার করেন।
১৯৬১ সালে আলবার্ট সাবিল মুখে খাওয়ার উপযোগি ওয়াল পোলিও ভ্যাক্সিন আবিষ্কার করেন।