নিম্নের কোন উক্তিটি ফোটনের ক্ষেত্রে সঠিক নয়?
A শূন্য মাধ্যমে ফোটন আলোর বেগে চলে
B ফোটনের ভরবেগ ও শক্তি নেই
C ফোটন কণা এবং তরঙ্গ উভয় ধর্ম প্রদর্শন করতে পারে
D ফোটনের ভর শূন্য
Solution
Correct Answer: Option B
ফোটন একপ্রকার মৌলকণা। আলো ও রেডিও তরঙ্গের ন্যায় তড়িচ্চুম্বকীয় তরঙ্গ সহ তড়িচ্চুম্বকীয় ক্ষেত্রসমূহের কোয়ান্টাম পরিমাপ হল ফোটন। তড়িচ্চুম্বকীয় বলের ফোর্স ক্যারিয়ার হল ফোটন। ফোটন ভরহীন, ফলে এরা সর্বদা শূণ্যস্থানে আলোর গতিবেগের সমান বেগে ধাবিত হয়। ফোটন একপ্রকার বোসন কণা।