Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
কত তারিখে বিশ্ব ডাউন সিন্ড্রোম দিবস পালিত হয়?

A ২২ মার্চ

B ২১ মার্চ

C ২১ ডিসেম্বর

D ২১ জানুয়ারি

Solution

Correct Answer: Option B

২১ মার্চ হলো 'বিশ্ব ডাউন সিনড্রোম দিবস'। ডাউন সিনড্রোম (ইংরেজি: Down syndrome)( সংক্ষেপে DS বা DNS), এটা ট্রাইসোমি ২১ নামেও পরিচিত। এটি একটি জেনেটিক রোগ যেখানে ২১ নং ক্রোমোজোমে আরেকটি অতিরিক্ত ক্রোমোজোম বিদ্যমান। এই রোগে শিশুর শারীরিক বৃদ্ধি ব্যাহত হয় ও বুদ্ধিমত্তা স্বাভাবিকের তুলনায় কম থাকে। ডাউন সিনড্রোমে আক্রান্ত প্রাপ্তবয়স্ক তরুণের গড় আইকিউ (IQ) ৫০ যা ৮-৯ বছরের সুস্থ শিশুর সমান।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions