নীল বিদ্রোহের নেতা ছিলেন- 

A ভবানী পাঠক

B মজনু শাহ

C বিষ্ণুচরণ বিশ্বাস

D দিগম্বর বিশ্বাস

Solution

Correct Answer: Option D

- বাংলার নীল চাষিরা ১৮৫৯-৬২ সালে ইউরোপীয় নীলকরদের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তোলে তাকে নীল বিদ্রোহ বলা হয়।
- খ্রিস্টান মিশনারি জার্মান লুথারপন্থি প্রোটেস্টট্যান্টি, এদর মধ্যে উল্লেখযোগ্য রেভারন্ড জে জি লিংক নীল বিদ্রোহীদের পক্ষে কয়েকজন বিদেশি অবস্থান নেন।
- ১৮৫৯ সালে বাংলাদেশে নীল খামারের সংখ্যা ছিল ১৪৩টি।
- ১৮৬০ সালে নীল বিদ্রোহ কখন তুঙ্গে ওঠে।
- নীল চাষিদের ওপর অত্যাচারের কাহিনী নিয়ে দিনবন্ধু মিত্র রচিত গ্রন্থের নাম নীলদর্পণ।
- নীল বিদ্রোহ সশস্ত্র রূপ লাভ করে ১৮৫৯-৬০ সালে।
- নীল বিদ্রোহ প্রথম ছড়িয়ে পড়ে- যশোর জেলার চৌগাছায়।
নীল বিদ্রোহের প্রথম প্রবাদ পুরুষ— সর্দার বিশ্বনাথ ।
- নীল বিদ্রোহ দমন করার জন্য ইংরেজ সরকার গঠন করেন নীল কমিশন।
- নীল বিদ্রোহের নেতা ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions