নদীতে নাব্যতা হ্রাস পায় কখন ?
A পানির লবনাক্ততা বেড়ে গেলে
B পানির ময়লা-আবর্জনা বেড়ে গেলে
C পানি ঘোলাটে হলে
D পানির বর্ন ও স্বাদ পরিবর্তন হলে
Solution
Correct Answer: Option C
পানিতে বিভিন্ন পদার্থ ,বিশেষ করে মাটি আর বালি বেড়ে গেলে তা এক পর্যায় এ নদ-নদীর তলায় জমা হতে থাকে।ফলে নাব্যতা হ্রাস পায় এবং নৌযান চলাচলে অসুবিধা ঘটে।(নবম-দশম শ্রেনীর সাধারন বিজ্ঞান বই এর ২য় অধ্যায় ৩৯ পৃষ্ঠা)