একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ সে.মি. ও ৪ সে.মি. হলে, তার অতিভুজের মান কত?
A ৭ সে.মি.
B ৫ সে.মি.
C ৬ সে.মি.
D ৮ সে.মি.
Solution
Correct Answer: Option B
যেহেতু ত্রিভুটি সমকোণী,
(অতিভুজ)২ = ৩২ + ৪২ = ৯ + ১৬ = ২৫
সুতরাং, অতিভুজ = √২৫ = ৫