Solution
Correct Answer: Option C
যে বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য যত বেশি, তার প্রতিসরণ, বিচ্যুতি ও বিক্ষেপণ তত কম। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে এর প্রতিসরণ, বিচ্যুতি ও বিক্ষেপণ খুব কম হয়। আর যে বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত কম, তার প্রতিসরণ, বিচ্যুতি ও বিক্ষেপণ তত বেশি। বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম বলে এর প্রতিসরণ, বিচ্যুতি ও বিক্ষেপণ বেশি হয়।