গ্রীষ্মকালে সাদা কাপড় পরা হয়, কারণ-
A সাদা কাপড়ের তাপ বিকিরণ ক্ষমতা বেশি
B সাদা কাপড় তাপ শোষণ করে না
C সাদা কাপড় তাপ প্রতিফলন ক্ষমতা বেশি
D সাদা কাপড়ের প্রতিসরণ ক্ষমতা বেশি
Solution
Correct Answer: Option B
সূর্যের সাদা আলো সাতটি বর্ণের সমম্বয়ে গঠিত। সাদা বস্তুর তাপ শোষণ ক্ষমতা একেবারেই কম। গ্রীষ্মকালে সাদা কাপড় আরামদায়ক হয়। কেননা সাদা কাপড় সূর্যের আলোর সব বর্ণকেই প্রতিফলিত করে এবং সামান্য অংশ জামা কর্তৃক শোষিত হয়। ফলে জামার তাপমাত্রা সামান্য বৃদ্ধি পায়।