'পাখি সব করে রব' বাক্যে 'সব' কি?
A নির্দেশক সর্বনাম
B অনির্দিষ্ট সর্বনাম
C সাপেক্ষ সর্বনাম
D অনাদিবাচক সর্বনাম
Solution
Correct Answer: Option B
অনির্দিষ্ট সর্বনাম : অনির্দিষ্ট বা পরিচয়হীন কোনো কিছু বোঝাতে যে সর্বনাম ব্যবহার করা হয়, তাকে অনির্দিষ্ট সর্বনাম বলে। যেমন—এখানে কেউ নেই। আমার কিছু বলার নেই।