মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস' আগুনের পরশমনি’ কার রচনা ?
Solution
Correct Answer: Option C
● হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘আগুনের পরশমণি' (১৯৮৬)। ঢাকায় গেরিলা অপারেশন, গেরিলাদের গোপন তৎপরতা, স্বাধীনতা সমর্থনকারী ও বিরোধিতাকারী চরিত্রের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চিত্র উপস্থাপিত হয়েছে এ উপন্যাসে।
হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস -
- আগুনের পরশমণি,
- অনিল বাগচীর একদিন,
- সূর্যের দিন, ১৯৭১,
- শ্যামল ছায়া,
- জোছনা ও জননীর গল্প ইত্যাদি।