হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কতো সন জন্মগ্রহণ করেন ?
A ১৭ ই এপ্রিল, ১৮৩৭
B ১৭ ই এপ্রিল ১৮৩৮
C ১৭ ই জুন, ১৮৩৭
D ১৭ ই জুন, ১৮৩৭
Solution
Correct Answer: Option B
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঊনবিংশ শতাব্দী বিশিষ্ট কবি । বাংলা সাহিত্যে উনার সবচেয়ে বড় অবদান স্বদেশপ্রেমের উত্তেজনা সঞ্চার। উল্লেখযোগ্য গ্রন্থ- কবিতাবলী, ভারতভিক্ষা। হেমচন্দ্রকে বাংলার মিল্টন বলা হয়।