মুক্তিযুদ্ধে 'বীর প্রতীক' খেতাবপ্রাপ্ত দুজন মহিলা মুক্তিযুদ্ধা কে কে?
A বেগম সুফিয়া কামাল ও সেতারা বেগম
B ডাঃ সেতারা বেগম ও তারামন বিবি
C আঞ্জোমান আরা ও কানিজ ফাতিমা
D সুলতানা কবীর ও সালমা খান
Solution
Correct Answer: Option B
১. তারামন বিবি (বীর প্রতীক):
- তিনি কুড়িগ্রামের রাজিবপুর থানার কাচারীপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
- মুক্তিযুদ্ধের সময় তিনি ১১ নম্বর সেক্টরে যোগ দেন।
- তিনি সরাসরি যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করেন—গোপন সংবাদ সংগ্রহ, অস্ত্র পরিবহন ও সম্মুখযুদ্ধে লড়াই করেন।
- তাঁর অসীম সাহসিকতা ও দেশপ্রেমের জন্য তাঁকে ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত করা হয়।
২.ডাঃ সেতারা বেগম(বীর প্রতীক):
- তার তাঁর বাড়ি (স্থায়ী ঠিকানা):কুষ্টিয়া জেলা, বাংলাদেশ।
- তিনি যুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিবাহিনীর চিকিৎসা শিবিরে কাজ করেছেন, বিশেষ করে কুষ্টিয়া, মেহেরপুর ও ঝিনাইদহ অঞ্চলে আহত মুক্তিযোদ্ধাদের সেবা দিয়েছেন।
- তাঁর সাহস ও অবদানের স্বীকৃতিস্বরূপ তাকেও ‘বীর প্রতীক’ খেতাব প্রদান করা হয়।