ছয়টি পর পর পূর্ণসংখ্যা দেয়া আছে । প্রথম তিনটির যোগফল ২৭ হলে, শেষ তিনটির যোগফল কত?

 

A ৩৬

B ৩৩

C ৩২

D ৩০

Solution

Correct Answer: Option A

প্রথম সংখ্যাটি x ধরে তার সাথে ১,২,৩..... যোগ করে সংখ্যাগুলো বের করতে হবে। এখন প্রশ্নে উল্লেখিত শর্তথেকে x এর মান বের করে প্রদত্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে। 

যেমনঃ x, x+১, x+২, x+৩, x+৪, x+৫

এখন প্রথম তিনটির যোগফল=২৭

বা, x+(x+১)+(x+২)=২৭ 

বা, ৩x+৩=২৭ 

বা, x=২৪/৩ 

সুতরাং x=৮

এখন পরবর্তী সংখ্যাগুলো হলো ১১,১২ এবং ১৩ এদের যোগফল হলো ১১+১২+১৩=৩৬ 

সুতরাং উত্তর হবে ৩৬

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions