পৃথিবীর লবনাক্ত পানির পরিমান শতকরা কত ভাগ ?
Solution
Correct Answer: Option D
পৃথিবীর মোট পানির মধ্যে ৯৭ শতাংশেরও বেশি মহাসাগরে লবণাক্ত পানি হিসেবে বিদ্যমান। প্রায় ২ শতাংশ পানি হিমবাহ, বরফস্তর ও তুষারাচ্ছন্ন পর্বতশৃঙ্গে মিঠা পানি আকারে সঞ্চিত থাকে। আর অবশিষ্ট মাত্র ১ শতাংশ পানি আমাদের দৈনন্দিন চাহিদা পূরণের জন্য সহজলভ্য মিঠা পানি হিসেবে ব্যবহার করা যায়।
(সূত্র: usgs.gov)