জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয়?

A ৬ ঘণ্টা ১৩ মিনিট

B ৮ ঘণ্টা

C ১২ ঘণ্টা ২০ মিনিট

D ১৩ ঘণ্টা ১৪ মিনিট

Solution

Correct Answer: Option A

চন্দ্রের আকর্ষণ এবং পৃথিবীর আকর্ষণ বলের প্রভাবে সমুদ্রের পানি নির্দিষ্ট সময়ে স্থানবিশেষে ফুলে উঠে এবং
 অন্যত্রে নেমে যায়। সমুদ্রের পানি ফুলে উঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে ভাটা বলে।
 জোয়ারের ৬ ঘণ্টা ১৩ মিনিট পর ভাটা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions