কার সঙ্গে 'গুরুচণ্ডালী' দোষ সম্পর্কিত?

A উচ্চারণের সঙ্গে

B বানানের সঙ্গে

C রূপতত্ত্বের সঙ্গে

D ভাষারীতির সঙ্গে

Solution

Correct Answer: Option D

- সাধু ও চলিত ভাষার মিশ্রণকে গুরুচণ্ডালী দোষ বলে।
- যেমন:
অশুদ্ধ: অতঃপর তারা চলে গেল।
শুদ্ধ: তারপর তারা চলে গেল।
- তৎসম শব্দের সাথে দেশিয় শব্দের প্রয়োগ কখনো কখনো গুরুচণ্ডালী দোষ সৃষ্টি করে।
- এ দোষে দুষ্ট শব্দ তার যোগ্যতা হারায়।
- যেমন:
অশুদ্ধ: মড়াদাহ (দেশি+তৎসম)
শুদ্ধ: শবদাহ (তৎসম+তৎসম)। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions