চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন?
A অপবর্তনে
B আলোর বিচ্ছুরণে
C বায়ুমণ্ডলের প্রতিসরণে
D দৃষ্টিপ্রেমে
Solution
Correct Answer: Option C
চাঁদ যখন দিগন্তের কাছে থাকে তখন চাঁদের নিচ প্রান্ত হতে আগত রশ্মি বাতাসের বিভিন্ন স্তরের মধ্য দিয়ে প্রতিসরণের ফলে বেশি বেঁকে যায় এবং উপরের প্রান্ত থেকে আগত রশ্মি প্রতিসরণের ফলে অপেক্ষাকৃত কম বেঁকে আমাদের চোখে পড়ে। এ কারণে চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায়।