Solution
Correct Answer: Option C
- কয়লা হলো পাললিক শিলা (Sedimentary Rock)-এর একটি অন্যতম উদাহরণ।
- ভূত্বকের শিলাগুলোকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়: আগ্নেয়, পাললিক ও রূপান্তরিত।
- কয়লা মূলত উদ্ভিজ্জ পদার্থ (গাছপালা) থেকে সৃষ্টি হয়।
- লক্ষ লক্ষ বছর ধরে মাটির নিচে চাপা পড়া উদ্ভিদরাশি ভূগর্ভস্থ প্রচণ্ড তাপ ও চাপের ফলে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে জমাট বেঁধে কয়লায় পরিণত হয়।
- পলি বা তলানি জমে স্তরে স্তরে সৃষ্টি হয় বলে একে পাললিক শিলা বলা হয়।
- এর উৎস জৈব পদার্থ হওয়ায় একে অনেক সময় ‘জৈব শিলা’ বা ‘জৈব পাললিক শিলা’ও বলা হয়ে থাকে।