Solution
Correct Answer: Option A
• টিএনটি (TNT) একটি বিস্ফোরক পদার্থ।
-অণুটিতে অক্সিজেনের আনুপাতিক পরিমাণ যথেষ্ট বেশি থাকায় সামান্য আঘাতেই এর অভ্যন্তরীণ দহন ঘটে।
-এই দহনে প্রচুর পরিমাণ গ্যাসীয় পদার্থ উৎপন্ন হওয়ায় প্রচণ্ড চাপের সৃষ্টি হয়, ফলে তীব্র বিস্ফোরণ ঘটে।